ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনববাগঞ্জ জেলার পৌর এলাকার দরগাপাড়ার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা গেট সংলগ্ন সিটি প্লাজা মার্কেটের সামনে পাঁকা রাস্তার উপর থেকে কিশোর গ্যাং লিডারসহ ৪ জন সক্রিয় সদস্যদেরকে গ্রেপ্তার করে র্যাব-৫।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার পৌর এলাকার মসজিদ পাড়া গ্রামের মহিদুল ইসলাম ও শিউলী বেগমের ছেলে মারুফ ইসলাম (১৯) (মূলহোতা), জামাল ও আয়েশা বেগমের মনির (২২), বুলবুল আলী ও শিল্পী বেগমের সোয়েব আক্তার (১৯), সেন্টু মিয়া ও সখির ছেলে আব্দুল মাজিদ (১৯)।
র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে শনিবার (২৬ আগষ্ট) দুপুরে জানায় সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ এর একটি বিশেষ আভিযানিক দল (২৬ আগষ্ট) শনিবার মধ্যরাত সাড়ে ১২ টার সময় চাঁপাইনববাগঞ্জ জেলার সদর থানাধীন দরগাপাড়ার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা গেট সংলগ্ন সিটি প্লাজা মার্কেটের সামনে পাঁকা রাস্তার উপর থেকে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম এর কিশোর গ্যাং বিরোধীন অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং গ্রুপের লিডারসহ কিশোর গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য মারুফ ইসলাম (১৯) (মূলহোতা), পিতা- মহিদুল ইসলাম, মাতা- শিউলী বেগম, মনির (২২), পিতা- জামাল, মাতা- আয়েশা বেগম, সোয়েব আক্তার (১৯), পিতা- বুলবুল আলী, মাতা- শিল্পী বেগম, আব্দুল মাজিদ (১৯), পিতা- সেন্টু মিয়া, মাতা- সখি সর্ব সাং-মসজিদ পাড়া (পৌরসভা ১৫নং ওয়ার্ড), থানা ও জেলা- চাঁপাইনবাবগঞ্জদেরকে ৩টি প্লাস্টিকের হাতল যুক্ত ক্ষুর, ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা, ৩টি মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামিরা একটি সংঘবদ্ধ কিশোরগ্যাং গ্রুপ। এলাকায় নিয়মিত ছিনতাই, চাঁদাবাজি এবং মোবাইল চুরির ঘটনায় তারা জড়িত। অভিযানে আসামিদের উল্লেখিত আলামতসহ গ্রেপ্তার করা হয়। তাদের নামে একাধিক মামলা রয়েছে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়।