ধূমকেতু প্রতিবেদক, বেনাপোল : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শার্শা ও বেনাপোল পোর্ট থানার যৌথ উদ্যোগে সোমবার (২৮ আগস্ট) বিকাল সাড়ে ৩টার সময় উপজেলার শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা পুলিশের আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইনের সঞ্চালনায় ও শার্শা থানার ওসি এসএম আকিকুল ইসলাম ও বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়ার সভাপতিত্বে এই কর্মসূচি পালিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, যশোর -১ শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার) পিপিএম।
এতে প্রধান অতিথির বক্তব্যে শেখ আফিল উদ্দিন বলেন, শেখ মুজিব শুধু একজন ব্যক্তি না তিনি আদর্শ, চেতনা ও জীবনাচরণের আরেক নাম। তিনি দেখিয়েছেন কীভাবে মানুষকে ভালোবেসে অসাধ্য সাধন করা যায়। দেশ বিরোধীদের চক্রান্তে স্বাধীনতার ফসল তোলার আগেই তার জীবন স্থিমিত করে দেয়া হয়েছিল।
এসময় উপস্থিত ছিলেন, নাভারন সার্কেলের সিনিয়র এএসপি নিশাত আল নাহিয়ান, ডিআইও -১ (ডিএসবি) মামুন খান, শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু, উপজেলা সহকারী (ভূমি) কমিশনার ফারজানা ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, যশোর জেলা পরিযদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান সালে আহম্মদ মিন্টু, বেনাপোল পৌরসভার মেয়র আলহাজ্ব নাসির উদ্দিন, যশোর জেলা ডিবির ওসি রুপন কুমার সরকার পিপিএম (বার)।