ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুরে জাতীয় শোক দিবস ও জেলা আওয়ামী লীগের সভাপতি এবং নাটোর-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার বালিতিতা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে লালপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন নান্টুর সভাপতিত্বে ও তৌহিদুল ইসলাম বাঘার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আ, স, ম মাহমুদুল হক মুকুল।
এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়, উপজেলা আওেয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক খাইরুল বাসার ভাদু প্রমুখ।
অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।