ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ফরিদা বেগম (২২) নামের এক গৃবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গৌরিপুর গ্রামে তার স্বামীর বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। সে ওই গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গৌরীপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী ফরিদা বেগম (২২) স্বামীর ঘরে তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
পরিবারের লোকজন জানায়, তার স্বামী কাজের জন্য এক মাস খানেক থেকে নোয়াখালী জেলায় অবস্থান করছে। তার চার বছরের শিশু বাচ্চা নিয়ে সে স্বামীর বাড়িতে ছিলো। বাচ্চার কান্নার শব্দ শুনে প্রতিবেশিরা ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থার দেখতে পায়।
গোমস্তাপুর থানার (ভারপ্রাপ্ত) ওসি মাহবুবুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।