ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ( ৫ সেপ্টেম্বর) দুপুরে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুন।
বিএসটিআইয়ের অনুমোদনবিহীন, মাপে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরি ও বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সিংড়া বাজারের শিপ্রা দধি ও মিষ্টান্ন ভান্ডারকে ৭ হাজার টাকা, জননী দধি ও মিষ্টান্ন ভান্ডারকে ১ হাজার টাকা, জয় দধি ও মিষ্টান্ন ভান্ডারকে দেড় হাজার টাকা, মাদ্রাসা মোড়ে খাদিজা কসমেটিকসকে ৫ হাজার টাকা ও রংধনু কসমেটিকসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিএসটিআই কার্যালয়ের ফিল্ড অফিসার শরিফ হোসেন প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন বলেন, বিভিন্ন অপরাধে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ভোক্তারা যেন না ঠকে সেজন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।