ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ও আশপাশের বিভিন্ন স্থানের পাশাপাশি ছাদ বাগানেও সৌন্দর্য ছড়াচ্ছে কৃষ্ণচূড়ার ফুল।
কষ্ণচূড়ার এই সৌন্দর্য চোখে পড়লেই থমকে দাঁড়াচ্ছেন পথচারীরা। কিছুক্ষণ উপভোগ করার পাশাপাশি ছবিও তুলে নিচ্ছেন তাদের স্মাট ফোনে। এ যেনো প্রকৃতি প্রেমীরা এ সৌন্দর্য দেখতে ভীড় করেন তার শীতল ছায়ায়।
কৃষ্ণচূড়া ফুলকে উপেক্ষা করার মতো জো নেই কারো। কয়েকদিন ধরে উপজেলার হাটপাঙ্গাসী প্রান্ত মেডিকেল কেয়ারের সম্মুখে, কবিরাজ বাড়ি এলাকাসহ এ রক্তমাখা কৃষ্ণচূড়া ফুল যেন হাতছানি দিয়ে ডাকছে প্রকৃত প্রেমিকের। উপজেলার বিভিন্ন এলাকার পথে প্রান্তে দেখা মিলছে মনোমুগ্ধকর এ কৃষ্ণচূড়ার ফুল।
সড়কের মোড়ে মোড়ে এমনকি বিভিন্ন ছাদ বাগান, ভবন ও অফিস পাড়ার গাছে গাছে কৃষ্ণচূড়া লাল আভা সৃষ্টি করেছে বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য। সত্যিকার অর্থে এ ফুল যে কাউকে মুগ্ধ করে। বাসা-বাড়ির সৌন্দর্য ও ভেষজ চিকিৎসার সার্থে অন্তত পক্ষে একটি করে হলেও কৃষ্ণচূড়া গাছ লাগানো উচিৎ বলে মনে করেন উপজেলার সচেতন মহল।