ধূমকেতু প্রতিবেদক, নাচোল : সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-২০২৩ পালিত হয়েছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে এবং শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় “পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে স্বাক্ষরতা প্রসার” প্রতিপাদ্যের উপর বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান ও ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু।
এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শাহিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর, যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী ইউসুফ আলী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।