ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আবদুল্লাহ (১৬) নামের এক যুবক নিহত হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর নন্দীগ্রাম উপজেলার কাথম-কালিগঞ্জ আঞ্চলিক সড়কের মণিনাগ বাজার এলাকায় এ দুরর্ঘটনা ঘটে। নিহত আবদুল্লাহ নওগাঁ জেলার রানীনগর উপজেলার গোলাপুকুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বগুড়া থেকে সিএনজি নিয়ে ভোলাপুকুর গ্রামের বাড়ি যাচ্ছিল আবদুল্লাহ। বেলা ১২ টার দিকে কাথম-কালিগঞ্জ আঞ্চলিক সড়কের মণিনাগ বাজার এলাকায় পৌঁছিলে বিপরিত দিক থেকে আসা মোটরসাইকেল এসে সিএনজির সঙ্গে সংঘর্ষ হয়। এসময় সিএনজিতে থাকা আবদুল্লাহ গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মোটরসাইকেল ও সিএনজির সংঘর্ষের ঘটনায় এক যুবক মারা গেছে। এঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।