ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র বহনের সময় ১টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলিসহ ১ জন আসামীকে গ্রেপ্তার করে র্যাব-৫।
গ্রেপ্তারকৃত আসামী হলেন, সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার বাগবাড়ী গ্রামের মৃত কাশেম মন্ডল ও মৃত জরিনা বেগমের ছেলে আমিরুল ইসলাম (৩৫)।
র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার সময় জানায়
সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ এর একটি চৌকষ আভিযানিক দল সোমবার (১১ সেপ্টেম্বর) রাত ১১টার সময় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কানসাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র বহনের সময় আসামী ১। আমিরুল ইসলাম (৩৫), পিতা- মৃত কাশেম মন্ডল, মাতা- মৃত জরিনা বেগম, সাং- বাগবাড়ী, থানা- কামারখন্দ, জেলা- সিরাজগঞ্জ কে ১টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি এবং মোবাইল ফোন-০১টি সহ হাতেনাতে গ্রেপ্তার করে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়।