ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দৈনিক যুগান্তর ও চাঁপাইদৃষ্টির নাচোল প্রতিনিধি জোহুরুল ইসলাম এর মা রোকেয়া বেগম (৫৬) বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় খেসবা গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে……..রজেউন)।
তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। মৃত্যুকালে স্বামী, ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখেন গেছেন।
বুধবার রাত ১২ টার সময় তিনি অসুস্থ হয়ে পড়লে তার স্বজনরা স্থানীয়ভাবে গ্রামেই চিকিৎসা করান। ভোর সাড়ে ৫ টার দিকে তিনি মারা যান।
বৃহস্পতিবার বিকেল ৩টায় খেসবা দাখিল মাদ্রাসা মাঠে মরহুমের যানাজার নামাজ অনুষ্ঠিত হয়। যানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাংবাদিক জহরুলের মায়ের ইন্তেকালে নাচোল উপজেলা রিপোটার্স ইউনিটিসহ সাংবাদিক মহল গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।