ধূমকেতু প্রতিবেদক, পোরশা : “সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” প্রতপাদ্যের আলোকে তিনদিন ব্যাপি জাতীয় স্থানীয় সরকার দিবসের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নওগাঁর পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও সালমা আক্তার।
এতে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রাধান অতিথির বক্তব্য রাখেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম ও মমতাজ বেগম, সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামান, এলজিইডি প্রকৌশলী সাব্বির আহম্মেদ, থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম ও ইউপি চেয়ারম্যানগণসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ৮টি স্টলের এক উন্নয়ন মেলা ১৭ সেপ্টেম্বর উদ্বোধন করা হয়েছিল। এতে অংশ গ্রহণকারী স্টলগুলি স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড প্রদর্শনের জন্য সমাপনী দিনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গুলিকে পুরুস্কৃত করা হয়।