ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু হাসান যোগদান করেছেন।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বরে প্রবেশ করলে ধামইরহাট উপজেলার সকল অফিসার্সবৃন্দ ইউএনও আবু হাসানকে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি ইতিপূর্বে জেলার মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার আনিছার রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী, সমবায় অফিসার হানুরুর রশীদ, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম।
আরও উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, উপজেলা তথ্য কর্মকর্তা ইসকিতা পারভীন, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিলন কুমার, বীর মুক্তিযোদ্ধা জাহিরুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা, নুরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, আবু মুছা স্বপন প্রমুখ।
সদ্য যোগদানকৃত ইউএনও আবু হাসান স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সুশীল সমাজ ও সাংবাদিকসহ সকলের সহযোগিতা নিয়ে সুষ্ঠুভাবে প্রশাসনের কার্যক্রম পরিচালনা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।