ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী চাঁনপাড়া-কারিগরপাড়া থেকে শ্রীদাসগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের জন্য সোজা কোনো রাস্তা না থাকায় দূষিত পানি ও কাঁদা মারিয়ে উক্ত বিদ্যালয়ে যেতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের।
সরেজমিনে ঘুরে দেখা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পাশাপাশি একই স্থানে প্রতিষ্ঠিত করা হয়, একটি কওমি মাদ্রাসা, একটি কবরস্থান, একটি ঈদগাহ মাঠ ও একটি জামে মসজিদও। কিন্তু এসব প্রতিষ্ঠানে উক্ত এলাকা থেকে যাতায়াতের জন্য সোজা কোনো রাস্তা না থাকায় জমির আইল ব্যবহার করতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থী, মমুসল্লী ও সাধারণ মানুষদের।
কিন্তু তাও আবার সম্প্রতি কয়েক দিনের বৃষ্টিতে কাঁদাপানিতে একাকার হয়ে গেছে। এতে করে কাঁদা-পানি মাড়িয়েই বিদ্যালয়ে যেতে হচ্ছে শিক্ষার্থীদের।
উপজেলার গ্রামপাঙ্গাসী কারিগরপাড়া গ্রামের ইউসুফ আলীর সাথে কথা হলে তিনি জানান, এক সময় উক্ত কাচা রাস্তাটি ব্যবহার করেই আমাদের ছেলে-মেয়েরা এই স্কুলেই পড়াশনা করতো। কিন্তু উক্ত রাস্তাটি বর্তমানে চিকন ও নিচু হওয়ায় চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।

শ্রীদাসগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী ও ইসলামাবাদ হাটপাঙ্গাসী সাদিয়া দারুল উলু মাদ্রাসার ছাত্র রাহাত, শাকিল, ইয়ামিন, মারুফ, কাউছার ও আশিকুর রহমান বলেন, একটু বৃষ্টি হলেই আমাদের মাদ্রাসা ও বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র রাস্তা কাঁদা ও পানিতে একাকার হয়ে যায়। ফলে মাঝে মধ্যেই পড়ে গিয়ে বই খাতা ও জামা-কাপড় ভিজে যাই।
কর্তৃপক্ষ যেনো আমাদের কষ্টের কথা ভেবে এখানে সোজা একটি রাস্তা করে দেন। উপজেলার শ্রীদাসগাঁতী গ্রামের রহমত আলী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা, মসজিদ, ঈদগা মাঠ প্রতিষ্ঠার পর থেকেই উক্ত গ্রামের শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য সোজা কোনো রাস্তা নেই।
এমতাবস্থায় উপজেলার গ্রামপাঙ্গাসী চাঁনপাড়া-কারিগরপাড়া থেকে শ্রীদাসগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সোজা নতুন একটি রাস্তা করার জন্য উপজেলার ৮নং পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম নান্নু তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন অত্র এলাকাবাসী।