ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (পিএলসি)’র উদ্যোগে উপজেলার কৃষি, প্রাণীসম্পদ, মৎস্য খাতের উদ্যোক্তাদের কারিগরি দক্ষতা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (পিএলসি) ইউসিবি ব্যাংক এর সামাজিক দায়িত্বের অংশ হিসেবে কৃষিখাতে সহায়তা প্রদানের লক্ষ্যে এ প্রশিক্ষণ দেয়া হয়। এতে অংশ নেন উপজেলার ৬০ জন প্রান্তিক পর্যায়ের কৃষি উদ্যোক্তা।
প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন, ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান।
প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামন, মৎস্য অফিসার আইয়ুব হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (পিএলসি) নওগাঁ জেলা শাখার ব্যবস্থাপক এস এম মাসুদ রানা, জয়পুরহাট শাখার ব্যবস্থাপক ফারুক আলম, ধামইরহাট উপজেলা উপশাখা ইনচার্জ সামসুল ইসলাম প্রমুখ।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (পিএলসি)’র ধামইরহাট উপশাখার ব্যবস্থাপক সামসুল ইসলাম জানান, যেহেতু ইউসিবি ব্যাংক কর্তৃপক্ষ ধামইরহাট উপজেলাকে মডেল উপজেলা ঘোষণা করেছে, সেহেতু আজকের প্রশিক্ষণপ্রাপ্তরা আগামীতে ১৫ হাজার টাকা সমমুল্যের কৃষি যন্ত্রপাতি বিনামূল্যে পাবেন, এছাড়া ব্যাংকের নিজস্ব উদ্যোগে এই উপজেলায় বজ্রপাত প্রতিরোধক টাওয়ার নির্মান করা হবে, যার ধারণ ক্ষমতায় চতুর্দিকে প্রায় ৫ কিলোমিটার এরিয়া সুরক্ষিত থাকবে, এটি ধামইরহাট উপজেলা বাসীর জন্য আশির্বাদ।