ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা ডাসকো ফাউন্ডেশনের অহিংসা প্রকল্পের উদ্যোগে ডায়লগ মিটিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ডাকবাংলো হলরুমে এ মিটিং অনুষ্ঠিত হয়।
অহিংসা প্রকল্পের সিএসও সভাপতি দিপঙ্কর লাকড়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ডায়লগ মিটিংয়ে বক্তব্য রাখেন, মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি এবং সিএসও মহাদেবপুর সদর ইউনিয়ন কমিটির সভাপতি আজাদুল ইসলাম আজাদ, মহাদেবপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও সিএসও কমিটির সাধারণ সম্পাদক আইনুল ইসলাম।
মিটিংয়ে ইউপি সদস্য বদিউল ইসলাম, শান্তি সহায়ক আনন্দ শীল, মরিয়ম পারভীনসহ সিএসও সদস্য সুশীল সমাজের প্রতিনিধি ও স্টুডেন্ড ফোরামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সিএসও কমিটির পক্ষ থেকে শান্তি সহায়ক আনন্দ শীলকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
উল্লেখ্য অহিংসা প্রকল্পের শান্তি সহায়ক আনন্দ শীল এ সংস্থার চাকরী ছেড়ে দিয়ে স্থানীয় সরকার বিভাগে চাকরী গ্রহণ করায় তাকে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।