ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের স্কাইলাইট হলে গত বুধবার (২০ সেপ্টেম্বর) শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে মহামান্য হাইকোর্ট কর্তৃক প্রদত্ত নীতিমালা প্রসংগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল শাহীনুর আলম, এসপিপি, পিইঞ্জ।
প্রধান অতিথি বলেন, ‘মহামান্য হাইকোর্ট কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ সংক্রান্ত নীতিমালা সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে এবং নিজেদের মেনে চলতে হবে।
সভায় আলোচক হিসেবে ছিলেন, আইন অনুষদের ডিন, আইন ও বিচার বিভাগের প্রধান অধ্যাপক ড. শহীদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল (অব.) মোহাম্মাদ হামিদুল হক, পিএসসি, রেজিস্ট্রার লে: কর্ণেল (অব.) শেখ শামীম হোসেন, সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, শিক্ষকমন্ডলী ও কর্মকর্তাবৃন্দ। প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে আলোচনা সভা সমাপ্তি হয়।