ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা শিক্ষাসফরে ঈশ্বরদীর আরআরপি গ্রুপ এর শিল্প-কারখানা পরিদর্শন করেছে।
গত বুধবার (২০ সেপ্টেম্বর) তাত্ত্বিক শিক্ষণের প্রয়োগিক দিক পর্যবেক্ষণের জন্য ঈশ্বরদীর স্বনামধন্য আরআরপি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বিভিন্ন শিল্প-কারখানা পরিদর্শন করে।
উক্ত শিক্ষাসফরে ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সানোয়ার হোসেন, হাফিজুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, শেখ তৌফিকুল ইসলাম ও প্রভাষক শারমিন আফরোজ শান্তা ও শেখ অলিউল ইসলাম শিক্ষার্থীদের সাথে উপস্থিত ছিলেন।
পরিদর্শনের শুরুতে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক গোলাম আযম, আরআরপি এগ্রো ফার্ম এর ডিজিএম ডা. মনিরুজ্জামান ও এজিএম মাজহারুল ইসলাম প্রতিষ্ঠান সম্পর্কে সম্যক ধারণা দেন। ক্ষুদ্র পরিসরে শুরু করে বর্তমানে প্রায় ৩০০০ কর্মীর ১৫৬টি ইউনিক প্রোডাক্ট এর এক সুবিশাল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। কর্মকর্তাগণ প্রতিষ্ঠানগুলোর উৎপাদন, বিপণন ও বাজারজাতকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করেন। শিক্ষার্থীরা পোল্ট্রি ফিড, ফিস ফিড, ফুটওয়্যার ও লেদার ইন্ডাস্ট্রি, নাইলনের ব্যাগ এর উৎপাদন প্রক্রিয়া, পণ্যের মাননিয়ন্ত্রণ প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয় সরজমিনে প্রত্যক্ষ করে প্রতিষ্ঠানের কর্মপরিবেশ সম্পর্কে জানার সুযোগ পেয়েছে।
পরিদর্শনের শেষে বাউয়েটের ব্যবসায় প্রশাসন বিভাগের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মনিরুল আলমকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। তিনি ভবিষ্যতে শিক্ষার্থীদের উন্নয়নে এ ধরনের শিক্ষামূলক কার্যক্রমে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।