মহাদেবপুরে বজ্রপাতে আদিবাসী দুই নারী শ্রমিকের মৃত্যু

বজ্রপাত, বজ্রপাতে মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে বজ্রপাতে দুই আদিবাসী নারী কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ মৃত্যুর দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার রাইগাঁ ইউনিয়নের ছিলিমপুর মাঠে।

এদিন ছিলিমপুর গ্রামের নেপাল পাহানের স্ত্রী শ্রীমতি পাহান (২৭) ও মৃত সুবেন্দ্র পাহানের স্ত্রী সাবানী পাহান (৬৫) বাড়ির পাশের মাঠে ধানের ক্ষেতে আগাছা পরিষ্কারের কাজ করছিলেন। এ সময় প্রচন্ড বৃষ্টির সাথে বজ্রপাত ঘটলে ওই বজ্রপাতে ঘটনাস্থলেই দুই নারী আদিবাসী শ্রমিকের মৃত্যু হয়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শ্রীমতি পাহান ও সাবানী পাহানের মরদেহ উদ্ধার করে সৎকারের ব্যবস্থা করা হয়।

Scroll to Top