ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় বন্যায় ক্ষতিগ্রস্থ নুরুল্লাবাদ ইউনিয়নে ২০০ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ইমাজ উদ্দিন প্রামাণিক।
এ উপলক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মণ্ডল, উপজেলা প্রকৌশলী সাইদুল ইসলাম মিঞা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন, আবু সাঈদ জালাল চঞ্চল ও এসএম গোলাম আজম, ইউপি সদস্য আশরাফুল ইসলাম প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের সহায়তার জন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ১৪ মেট্রিকটন চাল বরাদ্দ পাওয়া গেছে। গত বুধবার নুরুল্লাবাদ ইউনিয়নের আরও ৩০০ পরিবারে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।