ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুর ফুলবাড়ীতে কেক কেটে, আলোচনা ও প্রীতিভোজের মধ্যদিয়ে ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
রোববার (১ অক্টোবর) দুপুর ২টায় ফুলবাড়ী ২৯ বিজিবি’র সদর দপ্তর হলরুমে ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিক ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল জাহিদ হোসেন (এসসি) সভাপতিত্বে প্রধান অতিথি দিনাজপুর সদর দপ্তর এর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর পিএসসি,জি।
এসময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট ২০ ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্নেল তানজিলুর রহমান ভুঁইয়া, উত্তর পশ্চিম রিজিয়ন রংপুর এর পরিচালক (লজিস্টিক) লে: কর্নেল নাহিদ হোসেন (পিএসসি) ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মীর আল কামাহ্ তমাল।
আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) ফরহাদ হোসেনসহ রিজিয়ন সদরদপ্তর ও দিনাজপুর সেক্টর এর অন্যান কর্মকর্তা, স্থানীয় সরকারী কর্মকর্তা, বিজিবি’র পদস্থ কর্মকর্তা, সৈনিকগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদকিগণ।