ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : গত দুইদিন বৃষ্টি উপেক্ষা করে ধান খেতের আইল ও ড্রেনের পানিতে বিভিন্ন ধরনের ছোট মাছ ধরার ধূম পড়েছে।
সিরাজগঞ্জের রায়গঞ্জের বিভিন্ন এলাকায় আশ্বিনের বৃষ্টিতে উপজেলার বিভিন্ন আমন ধানের জমিতে দেখা দিয়েছে হরেক রকমের ছোট মাছ।
বিশেষ করে পুটি, মোয়া ও টেংরা মাছ। তাই ঘরে বসে নেই সৌখিন মৎস শিকারীরা পুরুষদের পাশাপাশি গৃহিনীরাও নেমে পড়েছেন মাছ ধরতে।
এ যেনো দেখা দিয়েছে মাছ প্রেমীদের মিলনমেলা। এ মিলন মেলায় বড়দের পাশাপাশি ছোটদেরও দেখা গেছে চোখে পড়ার মতো। উপজেলার গ্রামপাঙ্গাসী ও মিরের দেউলমূড়ার জমির বিভিন্ন আইল ও ড্রেনের পানিতে দেখা যায় এমন মনোমুগ্ধকর দৃশ্য।
বাঁশের তৈরি দিয়ালসহ বিভিন্ন ধরনের দেশীয় জাল দিয়েই ধরা হচ্ছে নানা প্রজাতির দেশীয় ছোট মাছ। মাছ ধরার এমন দৃশ্য উৎসুক দর্শকদের ছাতা মাথাই নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতেও দেখা গেছে।
উপজেলার গ্রামপাঙ্গাসী গ্রামের আব্দুল আজিজ, আলিমুদ্দিন ও হাবিজুল ইসলাম জানান, গত দুইদিনের বৃষ্টিতে প্রচুর মাছ ধরা পড়েছে। পরিবারের চাহিদা মিটিয়ে বিক্রিও করেছেন তারা।