ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : সাপাহার উপজেলার বিন্নাকুড়ি কাজলী মডেল শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।
মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে শিক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে সকল শিশু শিক্ষার্থীদের মাঝে নিজ অর্থায়নে শিক্ষা উপকরণ বিতরণ করেন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে দুইবার ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।
কচি-কোমল এই শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজ খবর নিয়ে সন্তোষ প্রকাশ করেন উপজেলা নির্বাহী অফিসার। আগামী দিনে লেখাপড়ায় সাফল্য কামনা করেন তিনি।
এসময় সাপাহার উপজেলা সাবেক জনসাস্থ্য সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার উপস্থিত ছিলেন।
পরে বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় ও তাদের লেখাপড়ার খোঁজ খবর নেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।