ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে গবাদি পশুদের ফ্রি ভেক্সিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা ১১ টায় চকমহেশ গ্রামে ৩৬০টি গরু, ২৪০টি ছাগলসহ গৃহপালিত পশুদের ভ্যাক্সিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা।
ক্যাম্পেইনে রোগ ভেদে ৩ প্রকারের ভ্যাক্সিন প্রদান করা হয়। এসময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন, প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ইউসিবি পিএলসি’র ধামইরহাট উপশাখার ব্যবস্থাপক সামসুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উক্ত ক্যাম্পেইনে ক্ষুদ্র ও মাঝারি খামারি ও উদ্যোক্তাগণ তাদের গরু, ছাগল ও ভেড়া নিয়ে আসেন এবং বিনামূল্যে টিকা প্রাপ্তির সুযোগ গ্রহণ করেন।