ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্কুলছাত্র ইসমাইল হক (১৫) হত্যা মামলার এক আসামীকে আটক করেছে নাচোল থানা পুলিশ।
সে উপজেলার পীরপুর সাহানাপাড়া গ্রামের সালামের পুত্র মুরাদ (১৭) বলে পুলিশ জানিয়েছে।
উল্লেখ্য, গত ৭ আগস্ট রাতে পূর্ব শত্রুতার জেরে পীরপুর গ্রামের মজিদুল হকের ছেলে পীরপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র ইসমাইল হককে দূর্বৃত্তরা মাথায় আঘাত ও তার ডান চোখ উপড়িয়ে হত্যা করে পীরপুর হাটের পাশে ফেলে রাখে। পরদিন সকালে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার জানান, গত ৭ আগস্ট রাতে স্কুলছাত্র ইসমাইল হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। নিহত ইসমাইলের হারানো মোবাইল উদ্ধারের ঘটনায় তথ্য প্রযুক্তির সহায়তায় ইসমাইল হত্যা মামলার সন্দেহভাজন আসামী পীরপুর সাহানাপাড়া গ্রামের সালামের পুত্র মুরাদ (১৭)কে গত ২১ আগস্ট রাতে আটক করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। বৃহস্পতিবার আসামীকে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew