ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার একটি ফিলিং স্টেশন থেকে চাল ভর্তি একটি ট্রাক উধাও হয়ে গেছে।
শুক্রবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটেছে।রহনপুর স্টেশন বাজার এলাকার চাল সরবরাহকারী প্রতিষ্ঠান বিসমিল্লাহ রাইস এজেন্সির মালিক রহনপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাফিজুর রহমান জেম জানান,তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ঢাকার বাবুবাজারগামী ১৫ টন চাল বোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৬-০৪৪৩)বৃহস্পতিবার রাতে রহনপুর পৌর এলাকার লতিফুর রহমান ফিলিং স্টেশনে রাখা হয়। শুক্রবার সকালে সেটি ঢাকার উদ্দেশ্য রওনা হওয়ার কথা ছিল। শুক্রবার ভোর ৪ টার দিকে ওই ফিলিং স্টেশন থেকে চাল ভর্তি ট্রাকটি কে বা কারা নিয়ে সটকে পড়ে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান,এ ঘটনায় ট্রাক মালিক বাদী হয়ে থানায় একটি জিডি দায়ের করেছেন। । এদিকে, ওই ফিলিং স্টেশনের মালিক লতিফুর রহমান বাবু জানান, তার ফিলিং স্টেশনের নৈশপ্রহরী শুক্রবার ভোর ৪ টার দিকে ট্রাকটি নিয়ে যেতে দেখে। সে তাদের ওই ট্রাকের স্টাফ মনে করে কোন বাঁধা দেয়নি।পরে শুক্রবার সকালে ওই ট্রাকের স্টাফরা আমাদের ট্রাকটি মিসিং হওয়ার বিষয়টি অবহিত করে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew