ধূমকেতু প্রতিবেদক, তানোর : চলতি মাসের গত ৫ আগস্ট সোমবার ছাত্র জনতার গণ আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা সরকার ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। এর পরেই অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেন। দায়িত্ব নেয়ার পর নতুন বাংলাদেশ গড়তে ও শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য দুর করতে ম্যানেজিক কমিটি ভেঙ্গে দেয়া। উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালনের নির্দেশনা দেয়া হয় নির্বাহী অফিসার দের। সেই বার্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানে সঠিক পাঠদানসহ যাবতীয় বিষয়ে রাজশাহীর তানোরে প্রধান শিক্ষক দের সাথে অবহিত করণ সভা করেন নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় সভাটি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউএনও মোস্তাফিজুর। তিনি শিক্ষক দের বলেন, আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োমিত উপস্থিত হয়ে পাঠদানে মনোযোগী হবেন। যে সব শিক্ষার্থীরা স্কুলে আসছে না তাদের পরিবারের মাঝে গিয়ে বুঝাতে হবে। স্কুলে নিয়োমিত আসার জন্য যা করা দরকার সেটা করতে হবে। আপনারা মানুষ গড়ার কারিগর। রাজনীতেকে প্রাধান্য দেয়া যাবে না। স্কুল সময়ে কোন রাজনীতি চলবে না। শিক্ষা ও পাঠদানকে অধিক গুরুত্ব দিতে হবে। ছুটি ছাড়া স্কুলে অনুপস্থিত থাকা যাবে না।
নতুন বাংলাদেশ গড়তে আপনাদের কে নতুনভাবেই সবকিছু করতে হবে। দেশ ও জাতি গঠনে আপনাদের ভূমিকা পালন করতে হবে। যে কোন সমস্যা হলে সরাসরি আমার কাছে আসবেন। যদি মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে সমাধান দূর করা যায় করতে হবে। নইলে আমি তো আছি। উপস্থিত শিক্ষক দের কোথাও শুনেন তিনি। তবে আকচা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পৌর আ”লীগ সভাপতি আসলাম উদ্দিন, কৃষক লীগ সভাপতি পারিশো দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম কমল সাহা, চন্দনকোঠা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলমা পূর্ব ইউপি আ”লীগ সম্পাদক আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন না। এদের বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, তাদের প্রতিনিধি ছিলেন।
এসময় উপজেলার স্কুল ও মাদ্রাসা এবং কলেজের প্রধানরা উপস্থিত ছিলেন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew