ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তথ্য অধিকার আইনে তথ্য না পেয়ে উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান কে ওই সাংবাদিকের পক্ষে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।
গত বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা জজকোর্টের আইনজীবী নুরুল ইসলাম সেন্টু এ লিগ্যাল নোটিশ জারি করেন।
নোটিশ সূত্রে জানা গেছে, দৈনিক মানবিক বাংলাদেশ এবং দৈনিক বিজনেস ফাইল পত্রিকার গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি দুলাল আলী গত ৬ জুন পিআইওর দপ্তরে তথ্য অধিকার আইনে তথ্য প্রাপ্তির জন্য করা আবেদনপত্রে ২০২২-২০২৩ ও ২০২৩-২০২৪ অর্থ বছরের টিআর, কাবিটা, কাবিখা বরাদ্দে গৃহিত (সাধারণ ও বিশেষ) প্রকল্পের অনুমোদিত তালিকা পেতে লিখিত আবেদন করেন। তথ্য না পেয়ে গত ৮ জুলাই তিনি জেলা ও পূনর্বাসন কর্মকর্তার নিকট এ বিষয়ে আপীল করেন।
সাংবাদিক দুলাল আলী জানান, তিনি তথ্য না দিয়ে ২০০৯ সালের তথ্য অধিকার আইনের ৮ (১), ৯ (১) ধারা লঙ্ঘন করেছেন। এছাড়া তার উর্ধতন কর্মকর্তার নিকট আপীল করা হলেও প্রায় দেড় মাসেও বিষয়টির সুরাহা না করায় আমি আদালতের শরণাপন্ন হয়েছি।
এ বিষয়ে জেলা জজ কোটের আইনজীবী এ্যাডভোকেট, নুরুল ইসলাম সেন্টু বলেন, তথ্য চাওয়ার অধিকার সবার আছে। লিখিত আবেদনের পরেও সাংবাদিককে তথ্য দেয়নি সংশ্লিষ্ট কর্মকর্তা। এটা তথ্য অধিকার আইন লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। ওই কর্মকর্তাকে ১০ (দশ) দিনের মধ্যেই বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে নোটিশের জবাব দাখিল করার জন্য বলা হয়েছে। যদি ওই কর্মকর্তা নির্দিষ্ট সময়ের মধ্যে আইনগত প্রক্রিয়া সম্পন্ন না করেন তাহলে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
মঙ্গলবার দুপুরে নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ওই কর্মকর্তা জানান, যথাসময়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew