ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে মাইশা আক্তার (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মাইশা উপজেলার ভীমপুর ইউপির উত্তর ভীমপুর গ্রামের ট্রাক ডাইভার মোহাম্মদ আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানায়, শিশুটির দাদি অসুস্থ অনুভব করায় শুক্রবার রাত ৯ টার দিকে প্রতিবেশি গ্রাম ডাক্তারের বাড়িতে ওষুধ নিতে যান। এ সময় সকলের অগোচরে শিশুটিও তার দাদির পেছনে পেছনে য়ায়। তার দাদি বিষয়টি বুঝতে না পেরে ওষুধ নিয়ে বাড়িতে ফিরে আসেন। পরে শিশুটিকে বাড়ির কোথাও খুঁজে না পেয়ে পরিবারের লোকজন নওহাটা পুলিশ ফাঁড়িকে জানান। ফাঁড়ি পুলিশ রাত ওই রাতেই বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।
সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাশমত আলী জানান, রাতে খবর পাওয়ার পরে পুলিশ সেখানে গিয়ে পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য শনিবার সকালে নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew