ধূমকেতু নিউজ ডেস্ক : ফরিদপুরের সালথা উপজেলায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হল—মধুখালী উপজেলার নওপাড়া গ্রামের সুমন শেখের সন্তান তানহা (৭) ও আবু তালহা (৫)। ঈদের পরের দিন তাদের মা মিতা বেগমের সঙ্গে তারা বাহিরদিয়া গ্রামে নানা বাড়িতে বেড়াতে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ১১টার দিকে আবু তালহা পুকুরে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তার খোঁজ না পেয়ে বড় বোন তানহাও তাকে খুঁজতে গিয়ে পুকুরে নামে। এরপর দুজনেই পানিতে তলিয়ে যায়। এক প্রতিবেশী নারী শিশু দুটিকে পুকুরে নামতে দেখলেও কিছুক্ষণ পর কোনো সাড়াশব্দ না পেয়ে চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পুকুরে নেমে দুই শিশুকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকিলা আজাদ জানান, শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করি। যেহেতু ঘটনাস্থল সালথা উপজেলার আওতায়, তাই আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সালথা থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।’