ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় ৩০পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মা ও মেয়েকে আটক করেছে থানা পুলিশ। আটক মাদক ব্যবসায়ী আছিয়া(৪৬) বিষ্ণপুর রাঙ্গাপুকুর গ্রামের জব্বারের স্ত্রী ও তার মেয়ে ইলমা (২৩)।
থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খান জানান, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে এসআই শীতল কুমার, এএসআই রাবেয়া ও এএসআই আহসান অভিযান চালিয়ে জোড়াপুকুর আমবাগান এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করেন। তাদের বিরুদ্ধে থানায় আরও একটি মাদক মামলা রয়েছে।
এব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে এবং আটককৃতকে রবিবার জেল হাজতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news