ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে কোভিড-১৯ করোনা টিকাদান কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রোববার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে এ টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে উদ্বোধনী সভায় অডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ও উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকার, ওসি (তদন্ত) হুমায়ন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ তোফাজ্জল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা আব্দুস সাত্তার।
এরপর পরই উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, ওসি (তদন্ত) হুমায়ন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন, বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা মোঃ আব্দুস সাত্তার টিকা গ্রহণ করেন।
এসময় সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ তোফাজ্জল হোসেন জানান, প্রথমদিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে প্রতি বুথে ১শ ৫০ জন করে ৩টি বুথে ৪শ ৫০ জনের মাঝে টিকা দেয়া হবে।
৩টি বুথে রয়েছে টিকাদান কর্মী ৬ জন ও স্বেচ্ছাসেবী কর্মী ১২ জন। এর আগে নিয়ামতপুরে ৮শ ভায়াল করোনা ভ্যাকসিন এসে পৌঁছালে ইপিআই স্টোরে রাখা হয়। যা ৮ হাজার ডোজ। প্রতিজন পাবে ডোজ করে সে হিসাবে ৪ হাজার জনকে টিকা প্রদান করা হবে। একটি ভায়াল থেকে ১০ জন পাবে কোভিড-১৯ টিকা। প্রথম দিন ২শ ৫২জনকে এসএমএস প্রদান করা হয় টিকা প্রদান করেন ১শ ১০জন। আজ পর্যন্ত নিয়ামতপুর উপজেলায় ৬শ ২৫ জন টিকাদানের জন্য রেজিষ্ট্রেশন করেছে। প্রতিদিন সকাল ৮টা হতে বেলা ৩টা পর্যন্ত এ টিকা প্রদান করা হবে।
উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় জানান, দেশকে করোনামুক্ত করতে সবাইকে টিকা নিতে হবে। একটি মহল সব সময় অপপ্রচারে ব্যস্ত। কিন্তু তাদের সে অপপ্রচার ব্যর্থ হবে।