ধূমকেতু প্রতিবেদক : চাপাইনবয়াবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় পোলাডাংগা দীন মোহাম্মদ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল হকের সভাপতিত্বে পোলাডাংগা দীন মোহাম্মদ উচ্চ বিদ্যালয় এর চার তলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা অনুষ্ঠিত।
সভায় প্রধান অতিথি ছিলেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং বাংলাদেশ যুব মহিলালীগের সংগ্রামী সহ সভাপতি আদিবা আনজুম মিতা।
এছাড়াও উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান, ভোলাহাট উপজেলা শাখার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডাঃ আশরাফুল হকভ (চুনু), ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ, ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের চেয়ারম্যান আরজেদ আলী ভুটু ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।