ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সদস্যদের পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার নওগাঁর ডানা পার্কে আয়োজিত এ মিলন মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক ও গোমস্তাপুরের সাবেক উপজেলা নির্বাহী অফিসার জনাব শিহাব রায়হান। পরে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম।
স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমেদ।
এসময় প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুল ইসলাম, সদস্য ইয়াহিয়া খান রুবেল সহ অন্যান্য সদস্যরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সরোয়ার জাহান সুমন।