ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার মরহুম আখতার হামিদ সিদ্দিকী নান্নুর সহধর্মিণী ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৮, নওগাঁ-৩, মহাদেবপুর-বদলগাছী আসনের বিএনপি মনোনীত প্রার্থী, পারভেজ আরেফিন সিদ্দিকী জনির মমতাময়ী মা মরহুমা নাসরিন আরা সিদ্দিকীর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মহাদেবপুর উপজেলা বিএনপি (একাংশের) আয়োজনে সোমবার দুপুরে সাবেক ডেপুটি স্পীকারের বাসভবন মহাদেবপুরে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নওগাঁ-২, পত্নীতলা-ধামইরহাট আসনের সাবেক সংসদ সদস্য শামসুজ্জোহা, নওগাঁ-৪, মান্দা আসনের সাবেক সংসদ সদস্য শামসুল আলম প্রামাণিক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৮, নওগাঁ-৩, মহাদেবপুর-বদলগাছী আসনের বিএনপি মনোনীত প্রার্থী, পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, সাবেক মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, ভীমপুর ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র, হাতুড় ইউপি চেয়ারম্যান এনামুল হক, চেরাগপুর ইউপির সাবেক চেয়ারম্যান এশরাক হোসেন, নওগাঁ জেলা যুবদলের ত্রাণ ও পূণবাসন সম্পদক ও মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী ফেরদৌস ফেরদা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক আলহাজ্ব আব্দুল আজিজ আফান, বিএনপি নেতা আলহাজ্ব আককাস আলী, শহীদুল ইসলাম, সেকেন্দার আলী, জেলা যুবদলের সভাপতি বায়েজিত হোসেন পলাশ, সাধারণ সম্পাদক খাইরুল আলম সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন, সাধারণ সম্পাদক সামছুজোহা খান দোহা, সাংগঠনিক সম্পাদক শ্রী অমিয় কুমার, মহাদেবপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদুর রহমান মৃধা টিক্কা, ছাত্রনেতা এফ আই সবুজ প্রমূখ।
দোয়া পরিচালনা করেন, মহাদেবপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা জিল্লুর রহমান।