ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ফ্যান বিতরণ করলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।
মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান তার অফিস থেকে রাজস্ব তহবিলের অর্থদ্বারা ক্রয়কৃত ১০০টি ফ্যান উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা গামা, আশরাফ আলী, রেজাউল করিম, বুড়ইল ইউনিয়ন যুবলীগের সভাপতি লিটন কুমার চৌহান ও যুবলীগ নেতা উজ্জ্বল আহম্মেদ রাজু প্রমুখ।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news