ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহার তারিফ (২৭) নামের এক পকেটমারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পকেটমার তারিফ সাপাহার উপজেলার তাজপুর গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে বলে জানা গেছে।
থানা সুত্রে জানা গেছে, ঘটনার দিন রবিবার দুপুরে পকেটমার তারিফ সাপাহার মেডিকেল মোড় এলাকায় একজন চিকিৎসা নিতে আসা ব্যক্তির পকেট মেরে টাকা নিয়ে পালানোর সময় ওই ব্যক্তি তাকে চিনতে পারে এবং তার পিছনে ধাওয়া করে ছুটেন। এ সময় ওই এলাকায় থাকা থানা পুলিশের টহলদলের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, পকেটমার তারিফের নামে চুরি-ছিনতাই, মাদক ও মারামারির একাধিক মামলা রয়েছে।
তিনি আরো বলেন, অনেক অসহায় মানুষকে পকেটমারের কারণে বাজারে এসে বাজার না করেই খালি হাতে বাসায় ফিরে যেতে হয়, যা অতি কষ্টদায়ক একটি বিষয়। গ্রেপ্তারকৃত পকেটমার তারিফের নামে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হবে বলেও ওসি তারেকুর রহমান সরকার জানান।