ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহার উপজেলার কৃতি সন্তান পোরশা ও সাপাহার উপজেলা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মরহুম ডা: তাহের উদ্দীন আহম্মেদ-এর ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগ সাপাহার উপজেলা শাখার উদ্যেগে ও স্বরণ সভা কমিটির আয়োজনে সোমবার বিকেলে সদরের মুক্তমঞ্চে স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মরহুম ডাঃ তাহের উদ্দীন আহম্মেদের কৃতিত্বের কথা উল্লেখ করে গুরুত্বপর্ণ বক্তব্য প্রদান করেন, প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব নূরুল হক মাষ্টার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান হোসেন, জেলা পরিষদের সদস্য মন্মথ সাহা, ফাহিমা বেগম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সাজেদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন সেখানে উপস্থিত ছিলেন।
স্বরণ সভায় মরহুম ডা: তাহের উদ্দীন আহম্মেদ-এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।