ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে কোভিড-১৯ টিকা গ্রহণ ও উদ্বুদ্ধকরণ সংক্রান্ত গণসচেতনতামূলক এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
মঙ্গলবার বেলা ১১টায় র্যালিটি উপজেলার মেইন গেট থেকে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন অফিসার ইবনু সাব্বির আহমেদ, সহকারী প্রকৌশলী (বিএমডিএ) মতিউর রহমান, আমার বাড়ী আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আসাউর রহমান প্রমুখ।