ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় মোবারক হোসেন প্রতিবন্ধী স্কুলের প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন রকমের খাদ্য বিতরণ করা হয়েছে।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র নির্দেশনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার হিসাবে প্রেরিত চাল, ডাল, লবন, তেল, চিনি, চিড়া, নুডুলস ইত্যাদি বুধবার প্রতিষ্ঠানটির ১৫০জন প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীর মাঝে বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউএনও নাজমুল হামিদ রেজা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক মওদুদ আহম্মেদ, সহকারী শিক্ষকগণসহ অভিভাবকবৃন্দ।