ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশা মশিদপুর ইউনিয়নের খোর্দওয়াশ ব্রীজের হুইলগার্ড থেকে পা ফসকে নিচে পড়ে গিয়ে আব্দুল্লাহ আল নোমান (১৩) নামে এক স্কুল ছাত্র মারা গেছে। সে উপজেলার বালিচাঁদ গ্রামের হাফিজুর রহমানের ছেলে ও শিশা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, বুধবার নোমান শিশা বাজার এলাকার এক শিক্ষকের নিকট থেকে প্রাইভেট পড়ে সাইকেল যোগে বাড়ি ফিরছিল।
এসময় সে ওই ব্রীজের নিকট পৌঁচে সাইকেল সীটে বসেই হুইলগার্ডে পা রাখার সময় তার পা ফসকে ব্রীজের নিচে পড়ে যায়। তাৎক্ষনিক লোকজন এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
পোরশা থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন ঘটনার সত্যতা স্বীকার করেন।