ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে মোটরসাইকেলের ধাক্কায় শহর আলী শেখ (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত শহর আলী শেখ উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের নওদা তালবাড়ীয়া এলাকার মৃত ফকির শেখের ছেলে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের কদমতলা সংলগ্ন জ্যোতি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিকেলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে তালবাড়ীয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হান্নান মন্ডল ৫শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন দিচ্ছিলেন।
ঘটনাস্থল দিয়ে শহর আলী শেখ রাস্তা পার হতে গেলে শোডাউনের এক মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এসময় মোটরসাইকেল চালক মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যান।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, পুলিশ মোটরসাইকেলটিকে জব্দ করেছে। নিহত লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।