ধূমকেতু প্রতিবেদক : বগুড়ায় ৭৫০০ পিচ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ইসমাইল হোসেন (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। রোববার সকাল ৯ টার দিকে বগুড়া জেলার সদর থানাধীন পুরান বগুড়া হিন্দুপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইসমাইল হোসেন দিনাজপুর জেলার পার্বতীপুর থানাধীন খাগড়াবন এলাকার মৃত শামসুল হকের ছেলে। সে বর্তমানে বগুড়া জেলার সদর থানাধীন চক লোকমান এলাকার বাসিন্দা।
র্যাব-১২ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বগুড়া জেলার সদর থানাধীন পুরান বগুড়া হিন্দুপাড়াস্থ্য শাহাদত হোসেন প্রোঃ সাগর ডেকোরেটরের দোতলা পাকা বাড়ীর উত্তর ব্লকের পশ্চিম দুয়ারী পূর্ব ঘরের নীচতলায় অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী ইসমাইলকে ৭৫০০ (সাত হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা ২টি মোবাইল, ৬ টি সীমকার্ড ও ২০০০/- (দুই হাজার) টাকা জব্দ করা হয়।
র্যাব-১২ আরও জানায়, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এর বড় বড় চালান সমগ্র বাংলাদেশে সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।