ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ায় মালিবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার দুপুর ১টা ৪৫ মিনিটের সময় কুষ্টিয়া-রাজবাড়ী ট্রেন রুটের কুষ্টিয়া মিলপাড়া ঘোরলাইন এলাকায় এ লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঐ রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
পশ্চিমাঞ্চল পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহণ কর্মকর্তা প্রকৌশলী বীরবল মন্ডল এ তথ্য নিশ্চিত করে জানান, রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌছানোর পরে উদ্ধার কাজ চলবে। মেইন লাইন ব্লক হওয়ায় ঐ রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগিগুলো লাইন থেকে না সরানো পর্যন্ত কুষ্টিয়া-রাজবাড়ী রুটে টেন চলাচল স্বাভাবিক হবে না। তবে কতক্ষন লাগবে তা বলা যাচ্ছে না, সময় লাগবে বলেও জানান তিনি।