ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে সোমবার সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ আলেচনার সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হালিমা খাতুন।
এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুন কুমার পাল, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, সাংবাদিক আতিকুল ইসলাম আজম ও বেসরকারি সংস্থা উদ্দীপনের কর্মী আঁখি আকতার।