ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় ৩য় বারের মত নিতপুর টু রাজশাহী চলাচলের জন্য বিআরটিসি বাস উদ্বোধন করা হয়েছে। বুধবার নিতপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন প্রাঙ্গনে এর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
এসময় ইউএনও নাজমুল হামিদ রেজা, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, দলিল লেখক সমিতির সভাপতি সুলতান আহম্মেদ, নিতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এনামুল হক ও সাধারন সম্পাদক হাবিবুর রহমান, যুবলীগ সাধারন সম্পাদক মাহমুদুল হাসান খোকনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, বাসটি প্রতিদিন নিতপুর থেকে সকাল ১০টায় ও রাজশাহী থেকে রাত সাড়ে ৮টায় ছেড়ে আসবে।