ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহারে রাস্তার দু-পাশে গাছের গুড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ টি স’মিল মালিকের ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকারসহ পুলিশের চৌকস একটি টিম।
জানা গেছে, উপজেলা সদরের অদুরে সাপাহার-নিশ্চিন্তপুর সড়কের জয়পুরে অবস্থিত স’মিল গুলো দীর্ঘদিন যাবত জনগুরুত্বপুর্ন ওই স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিলো। এ বিষয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হলে তা স্থানীয় প্রশাসনের নজরে আসে।
এরই ধারাবাহিকতায় বুধবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১ টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ টি স’মিলের ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বাঁকী স’মিল গুলোর মালিকগণ তাদের ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে পলাতক ছিলো বলে জানা গেছে।
স’মিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী জানান।