ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার অপরাধে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে পৌরসভার নামুইট গ্রামের মাঠে সেচ চালিত গভীর নলকুপের ঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নামুইট গ্রামের হারুনার রশিদের ছেলে আকবর আলী (৪৬), হযরত আলীর ছেলে জুয়েল আলী (২৬), ফজলুর রহমানের ছেলে আনিছুর রহমান (২৫), এলাহী হোসেনের ছেলে হাসান প্রামাণিক (২২), জারিফ উদ্দিনের ছেলে মোহাম্মাদ আলী (৫৫), আক্কাস আলীর ছেলে আব্দুল বারিক (৩৫), আব্দুর রহমানের ছেলে সোহারব আলী (৪০) ও দেলবর প্রামানিকের ছেলে লোকমান প্রামাণিক (৪৫)।
থানা পুলিশ ও স্থানীয় স‚ত্রে জানা গেছে, গত বুধবার রাতে পৌরসভার নামুইট গ্রামের মাঠে সেচ চালিত গভীর নলকুপের ঘরে টাকা দিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলা চলছিল। এ সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামদিসহ ৮ জনকে গ্রেপ্তার করে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বলেন, জুয়া খেলার অপরাধে তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।