ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে বৈদ্যুতিক খাম্বা (পোল) সাথে ঝুঁলে ডিলু মিয়া (২১) নামের এক বৈদ্যুতিক লাইন ম্যানের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টার সময় কুষ্টিয়ার মিরপুর থানার ১শ গজ পশ্চিমে বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় এ দূর্ঘটনা ঘটে।
নিহত ডিলু মিয়া পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বাউলচারা এলাকার আব্দুর রহিমের ছেলে। তিনি কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির “লাইন স্ক্রু লেভেল-১” পদে কর্মরত ছিলেন।
জানা যায়, মিরপুর থানার সামনে বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় হঠাৎ বিদ্যুতপৃষ্ট হয়ে ডিলু নামের ঐ লাইন ম্যান বেল্ট বাধা অবস্থায় খাম্বায় ঝুলছিলো। স্থানীয়রা দেখে মিরপুর ফায়ার ষ্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ যুবায়ের ইবনে রাকিব মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।