নিয়ামতপুরে পুলিশের র্যালি ও মাস্ক বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে করোনাভাইরাস প্রতিরোধে পুলিশের উদ্যোগে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে শনিবার ২১ মার্চ সকাল ১০টায় নিয়ামতপুর উপজেলা সদরের বিভিন্ন পয়েন্টে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়।
যেসব পথচারী মাস্ক পরেনি তাদেরকে মাস্ক পরতে ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন থানা পুলিশের প্রচারণা টিম। এছাড়াও মাস্কবিহীন পথচারীদেরকে থানা পুলিশের পক্ষ থেকে মাস্ক পরিয়ে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, ওসি (তদন্ত) হুমায়ন কবির, ভাবিচা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক, শ্রীমন্তপুর ইউনিয়ন চেয়ারম্যান আজাহারুল ইসলাম বুলু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ সিনিয়র উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন, তহছেন, শিবপুর তদন্ত ফাঁড়ির ইন চার্জ চিত্তরঞ্জন, ইউনুস আলী, ইব্রাহীম হোসেন, এএসআই রুহুল আমীন প্রমুখ।
নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবির সাংবাদিকদের বলেন, করোনা সংক্রমণ রোধে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।