ধূমকেতু প্রতিবেদক, লালমনিরহাট : কর্মহীন অসহায় দুজন দরিদ্র ব্যক্তিকে ব্যাটারি চালিত রিক্সা উপহার দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন লালমনিরহাট-৩ আসনের সাবেক সাংসদ প্রয়াত ইঞ্জিনিয়ার আবু সাঈদ দুলাল এর ছেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্য নির্বাহী সদস্য প্রফেসর ডক্টর তানভীর ফেরদৌস সাঈদ।
রোববার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নের খয়ের উদ্দিন এর ছেলে মমিনুর ইসলাম ও পৌরসভার ৭ নং ওয়ার্ডের মৃত ওমর আলীর ছেলে রুহুল ইসলামকে রিক্সা উপহার দেন প্রফেসর ডক্টর তানভীর ফেরদৌস সাঈদ।
রিক্সা উপহার পেয়ে মমিনুর ইসলাম ও ওমর আলী জানায়,”আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি আমরাই। আমরা কাজ না করলে সবাইকে অনাহারে থাকতে হয়।তানভীর ফেরদৌস সাঈদ ভাই এর উপহার দেয়া ব্যাটারী চালিত রিক্সাটি আমাদের পরিবারের দারিদ্রতা ঘুচালো।তানভীর ভাই এর প্রয়াত পিতা আমাদের সাবেক এমপি ইঞ্জিনিয়ার আবু সাঈদ দুলাল এর আত্মার মাগফেরাত কামনা করছি।মহান আল্লাহতালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন।সেই সাথে তানভীর ভাই এর জন্য ও দোয়া করছি যেন উনি এভাবেই সবার উপকার করতে পারে।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন,সদর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান ও লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্কর,পৌর শাখার সভাপতি আলমগীর হোসেন,সদর উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম প্রমূখ।
এবিষয়ে প্রয়াত সাবেক এমপি ইঞ্জিনিয়ার আবু সাঈদ দুলাল এর ছেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য প্রফেসর ডক্টর তানভীর ফেরদৌস সাঈদ বলেন,আমার প্রয়াত পিতা সবসময় গরীব দুস্থ মানুষদের পাশে ছিলেন সহযোগিতা করেছেন। তারই আদর্শকে বুকে লালন করে আমিও সবসময় চেষ্টা করি খেটে খাওয়া মানুষদের সহযোগিতা করার। দোয়া করবেন আমার জন্য।